ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

গ্যালারীতে হ্যাপি ‘ঝড়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, এপ্রিল ৫, ২০১৫
গ্যালারীতে হ্যাপি ‘ঝড়’ ছবি : সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপ গড়িয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে পারেননি কোটি টাইগারভক্ত।

বিশ্বকাপ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলা। আর এখানেই দেখা মিলছে জাতীয় দলের ক্রিকেটারদের।

বিশ্বকাপে বড় তারকা বনে যাওয়া পেসার রুবেল হোসেন খেলছেন প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে। আর দলের এগারো নম্বর ব্যাটসম্যান হিসেবে রুবেল হোসেন ব্যাটিংয়ে নামতেই গ্যালারিতে দর্শকদের ‘হ্যাপি-হ্যাপি’ চিৎকার।

রুবেল মুচিকি হেসে ব্যাটিংয়ে মনোযোগী হলেও কাজের কাজটা করতে পারেন নি। কোনো রান না করেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। প্রাইম ব্যাংক শেষ পর্যন্ত অলআউট হয় মাত্র ১২২ রানে।

বল হাতে রুবেল আক্রমনে গেলে ঘটে একই ঘটনা। গ্যালারীজুড়ে দর্শকদের আওয়াজ ‘হ্যাপি-হ্যাপি’। হ্যাপি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রুবেলের!

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ