ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাককালাম-গাপটিল জুটিতে কিউইদের সূচনা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
ম্যাককালাম-গাপটিল জুটিতে কিউইদের সূচনা

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ম্যাককালাম এবং গাপটিল জুটি। নিউজিল্যান্ডের হয়ে দলকে বড় স্কোর উপহার দিতে তারা ইনিংসের গোড়াপত্তন করবেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সূচনা করেছেন স্টার্ক।

এগারোতম বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মেলবোর্ন ময়দানে নেমেছে দুই ফেভারিট ও বিশ্বমঞ্চের দুই আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) যে দলই বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরুক- হবে ইতিহাস। অস্ট্রেলিয়া জিতলে অনন্য এক উচ্চতায় পৌঁছাবে তারা। পাঁচবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি স্থাপন করবে অজিরা। আর নিউজিল্যান্ড জয়লাভ করলে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে পাবে ক্রিকেট বিশ্ব।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই এক চুল পরিমাণ এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকে।

বিশ্বকাপ ইতিহাসে দশমবারের মতো মুখোমুখি হচ্ছে দু’দল। এর আগে নয়বারের দেখায় ছয়টিতে অজিরা ও বাকি তিন ম্যাচে কিউইরা জয়ী হয়। ওয়ানডে পরিসংখ্যানেও ব্ল্যাক ক্যাপসরা বেশ পিছিয়ে। ১২৬টি ওডিআই ম্যাচের মধ্যে ৮৫ ম্যাচেই হার মানে নিউজিল্যান্ড। জয় মাত্র ৩৫টি। ছয় ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ডের একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

অস্ট্রেলিয়ার একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হেইজলউড।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।