ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

শুন্য রানের প্রথম অধিনায়ক ম্যাককালাম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, মার্চ ২৯, ২০১৫
শুন্য রানের প্রথম অধিনায়ক ম্যাককালাম ব্রেন্ডন ম্যাককালাম

ঢাকা: এগারোতম বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে যুদ্ধের ময়দানে নামে দুই ফেভারিট ও বিশ্বমঞ্চের দুই আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। টস জিতে হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।



নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম এবং ১০৮ ওয়ানডে ম্যাচ খেলা মার্টিন গাপটিল। তবে, শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ২৪৮ ওয়ানডে ম্যাচ খেলা ম্যাককালাম।

কিউই সমর্থকদের কাঁদিয়ে ইনিংসের পঞ্চম বলে মিচেল স্টার্কের শিকারে ফেরেন ম্যাককালাম। স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে কোনো রানই করতে পারেন নি কিউই দলপতি। ফলে, ক্রিকেট ইতিহাসের বিশ্বমঞ্চের ফাইনালে প্রথম অধিনায়ক হিসেবে ম্যাককালাম ব্যর্থতার রেকর্ডে নাম লেখালেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ