ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অক্ষত রইলো শচীনের রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
অক্ষত রইলো শচীনের রেকর্ড

ঢাকা: ২০১১ বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপ মিশন শেষ করেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। ছয় বিশ্বকাপ খেলা ভারতীয় এ ক্রিকেটার ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইনিংসের ইতি টানেন।



আর ২০১৩ সালের ১৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ক্যারিয়ারের দু’শতম টেস্টের মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান।

তবে ‘মাস্টার ব্লাস্টার’, ‘লিটল মাস্টার’ খ্যাত এ ক্রিকেটারের ২০০৩ বিশ্বকাপে করা ৬৭২ রানের ইনিংসটি পরবর্তী তিন বিশ্বকাপেও (২০০৭, ২০১১, ২০১৫) টপকাতে পারেন নি কোনো ব্যাটসম্যান। ফলে বিশ্বকাপের কোনো আসরে তার স্কোরটিই অক্ষতই থেকে গেলো।

১৯৯৬ বিশ্বকাপে ৫২৩ রানে সর্বোচ্চ স্কোর‍ারের পর ২০০৩ সালেও সর্বোচ্চ স্কোর‍ার হন শচীন। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে এ রান করতে ৭৫টি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি, পান ‘প্লেয়ার অব দ্য টুর্নামন্টে’।

বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে দুই হাজার দুশ’ ৭৮ রান করা শচীনের সর্বোচ্চ ১৫২। ২৪১টি চার ও ২৭টি ছক্কার মাধ্যমে ছয়টি শতক ও পনেরটি অর্ধশতক করেন শচীন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।