ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

ফাইনালের ক্রিজে হেঁটে যুবক শ্রীঘরে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, মার্চ ২৯, ২০১৫
ফাইনালের ক্রিজে হেঁটে যুবক শ্রীঘরে

বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। রোববার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের  ফাইনাল ম্যাচ শুরুর আগে ওই মাঠের ক্রিজে হেঁটে মেলবোর্নের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।



২৪ বছর বয়সী ওই যুবক রোববার (২৯ মার্চ) সকালে ফাইনাল ম্যাচের পিচে অনুমতি ছাড়া প্রবেশ করে। এজন্য তাকে গ্রেফতার করে সমুদ্রতীরর্তী আটক কেন্দ্র রাখা হয়েছে।  

এসময় তার শরীরে একটি টি-শার্টে "I [Heart] Refugees" এ স্লোগান এবং মাথার ক্যাপে লিখা ছিল "End Offshore Detention".

পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে মধ্যকার ফ্রেব্রুয়ারিতে গ্রুপ পর্বে অনুষ্ঠিত ম্যাচেও ওই একই ব্যক্তি এ কাজ করেছিলেন।  

ভিক্টরিয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, এমসিজির পিচে প্রবেশের দায়ে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। খেলার মাঠে প্রবেশের দায়ে তাকে জরিমানা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ