বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। রোববার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ শুরুর আগে ওই মাঠের ক্রিজে হেঁটে মেলবোর্নের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ বছর বয়সী ওই যুবক রোববার (২৯ মার্চ) সকালে ফাইনাল ম্যাচের পিচে অনুমতি ছাড়া প্রবেশ করে। এজন্য তাকে গ্রেফতার করে সমুদ্রতীরর্তী আটক কেন্দ্র রাখা হয়েছে।
এসময় তার শরীরে একটি টি-শার্টে "I [Heart] Refugees" এ স্লোগান এবং মাথার ক্যাপে লিখা ছিল "End Offshore Detention".
পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে মধ্যকার ফ্রেব্রুয়ারিতে গ্রুপ পর্বে অনুষ্ঠিত ম্যাচেও ওই একই ব্যক্তি এ কাজ করেছিলেন।
ভিক্টরিয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, এমসিজির পিচে প্রবেশের দায়ে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। খেলার মাঠে প্রবেশের দায়ে তাকে জরিমানা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫