বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বধ করাই বোলারদের কাজ। আর এ কাজটা ভালভাবে যারা করতে পারে তারাই সেরা হয়।
তবে বোল্টের চেয়ে এক ম্যাচ কম খেলে ১০.১৮ গড়ে স্টার্ক ২২ উইকেট নিয়েছেন। এর মধ্যে এ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন মাত্র ২৮ রান দিয়ে। ওই ম্যাচে অজিরা এক উইকেটে হারলেও ফাইনালে ঠিকই জয় তুলে নিয়েছেন।
আর ফাইনাল ম্যাচে স্টার্ক নিয়েছেন ২ উইকেট। এছাড়াও স্কটল্যান্ডের বিপক্ষে ৪ এবং আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে দুটি করে উইকেট নেন তিনি।
২০১০ সালে ভারতের বিপক্ষে ২৫ বছর বয়সী এ যুবকের একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়। এ পর্যন্ত ৪০টি ওডিআই ম্যাচ খেলে ৮১ উইকেট নিয়েছেন স্টার্ক। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন পাঁচ বার।
অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেতে এসেই সবার নজর কেড়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ২০১৫ বিশ্বকাপে তিনি ২২ উইকেট সংগ্রহ করেন।
এর মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ উইকেটসহ দুই ম্যাচে ৭টি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৪টি, আফগানিস্তানের সঙ্গে ৩টি এবং শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি করে উইকেট পেয়েছেন।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় বাহাতি পেসার ট্রেন্ট বোল্টের। এ পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৪১টি উইকেট পেয়েছেন বোল্ট। এর মধ্যে ৫ উইকেট পেয়েছেন একবার এবং ৪ উইকেট দুইবার।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫