ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে দ্বিশতকের রেকর্ড গেইল, গাপটিলের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
বিশ্বকাপে দ্বিশতকের রেকর্ড গেইল, গাপটিলের মার্টিন গাপটিল ও ক্রিস গেইল

ঢাকা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) দ্বিশতক হয় সেই ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি। ভারতের গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিশতকের (২০০*) সূচনা করেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।



এরপর গত চার বছরে বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা আরো পাঁচটি দ্বিশতক দেখেছেন। তবে ওই দ্বিশতকগুলোর মধ্যে ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল ও কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিলের দ্বিশতক বোধ হয় একটু আলাদা। কারণ, দ্বিশতকগুলো হাঁকাতে তারা বেছে নেন বিশ্বমঞ্চকে।

এর মাধ্যমে অনেক রেকর্ডের পাশাপাশি আরো একটি রেকর্ডের সাক্ষী হয়ে রইলো বিশ্বকাপের এগারোতম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এ বিশ্বকাপে দুই ব্যাটসম্যান দ্বিশতক করার গৌরব অর্জন করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ক্যানবেরায় গ্রুপ পর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের দানবীয় ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান ক্রিস গেইল। যা বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে প্রথম দ্বিশতক। মাত্র ১৪৭ বলে সাজানো এ ইনিংসে দশটি চার ও ১৬টি ছক্কা হাঁকান গেইল।

গেইল তাণ্ডব না ভুলতেই ২১ মার্চের কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়দের ওপর চড়াও হন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। মাত্র ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রানের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম ও বিশ্বকাপের দ্বিতীয় দ্বিশতক হাঁকান গাপটিল। ২৪ চার ও ১১ ছক্কায় করা
এ ইনিংসে তার স্ট্রাইক রেট ১৪৫.৩৯।

গাপটিলের এ ইনিংসটি বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। তবে ওডিআইয়ে সর্বোচ্চ স্কোরার ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। একাই দু’টি দ্বিশতকের মালিক ভারতীয় এ ব্যাটসম্যানের ২৬৪ রানের ইনিংসটিই এখন পর্যন্ত ওডিআইয়ে সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ এ রানের ইনিংসটি খেলেন তিনি।

ওডিআইয়ে অপর দ্বিশতকের মালিক আরেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেভাগ। ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলেন তিনি।

বিশ্বক্রিকেট এখন পর্যন্ত ছয়টি দ্বিশতক দেখলেও, ওডিআইয়ে ব্যক্তিগত তিনশ’ রান সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন সদ্য বিদায়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এখন শুধু তা দেখার অপেক্ষা!

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।