ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে বিশ্বচ্যাম্পিয়নরা, নয় নম্বরে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
শীর্ষে বিশ্বচ্যাম্পিয়নরা, নয় নম্বরে টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্য সমাপ্ত এগারোতম বিশ্বকাপ শেষে সর্বশেষ ৠাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাদের প্রকাশিত সর্বশেষ ৠাংকিংয়ে দলগত ভাবে শীর্ষ স্থান পেয়েছে পাঁচবার বিশ্বশিরোপা জয়ী অস্ট্রেলিয়া।



৫৯ ম্যাচে ৭২২১ পয়েন্ট প্রাপ্ত অজিদের পরে রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির ভারত ৭৭ ম্যাচে অর্জন করেছে ৮৯১০ পয়েন্ট। তবে রেটিং এর দিক দিয়ে অজিরা পেয়েছে সর্বোচ্চ ১২২ আর ভারতের রেটিং ১১৬।

দলগত ক্যাটাগরিতে বাংলাদেশের টাইগারদের রেটিং ৭৬। ৩৮ ম্যাচে ২৮৮৯ পয়েন্ট পাওয়া মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ রয়েছে শীর্ষ নয় নম্বরে।

তিন নম্বরে রয়েছে প্রথম সেমিফাইনালে বিশ্বকাপের সহ-আয়োজক এবং আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় বরণ করা দ. আফ্রিকা। প্রোটিয়াদের ৬২ ম্যাচে অর্জিত রেটিং ১১২। আর চার নম্বরে রয়েছে বিশ্বকাপের ফাইনালিস্ট ও রানার্সআপ দল নিউজিল্যান্ড। কিউইদের ৫৪ ম্যাচে সংগ্রহ ১০৮ রেটিং।

এছাড়া ৫ থেকে ৮ নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আর দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।