ঢাকা: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন। বিশ্বকাপের সেমিফাইনালে প্রোটিয়ারা নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিলেও আসরে তৃতীয় সর্বোচ্চ(৪৮২)রান করে আগের অবস্থানেই আছেন ডি ভিলিয়ার্স।
এদিকে এ তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটসম্যানই অপরিবর্তীত আছেন। ওয়ানডে ইতিহাসে রেকর্ড টানা চারটি সেঞ্চুরি করা শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা ৮৬০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। পরের অবস্থান গুলোতে আছেন যথারিতি আরেক দ.আফ্রিকান হাশিম আমলা, ভারতের বিরাট কোহলি ও লঙ্কান তিলকারত্নে দিলশান।
বাংলাদেশীদের মধ্যে সবার ওপরে অবস্থান করছেন মুশফিকুর রহিম। তিনি ৬১৯ পয়েন্ট নিয়ে ৩০তম অবস্থানে আছেন। ৩৬তম অবস্থানে আছেন সাকিব আল হাসান। আর বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ আছেন ৪৫তম অবস্থানে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫