ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের সূচি ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
বিসিএলের সূচি ঘোষণা

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী আগামি ৫ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে  লড়বে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।



একই দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

বিসিএলে অংশ নেওয়া চারটি দল একবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। আগামি ১১ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিসিএলের ওয়ানডে পর্ব।

আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে এই লিগের আয়োজন করেছে বিসিবি।    

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৮ দল থেকে ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় বিসিএলের ৪টি দল। ঢাকা ও ঢাকা মেট্রো নিয়ে মধ্যাঞ্চল, খুলনা ও বরিশাল নিয়ে দক্ষিণাঞ্চল, সিলেট ও চট্টগ্রাম নিয়ে পূর্বাঞ্চল এবং রাজশাহী ও রংপুর নিয়ে উত্তরাঞ্চল দল গঠন করা হয়।

এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। আগামি ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে শুরু হবে বিসিএলের প্রথম শ্রেনীর প্রতিযোগিতা।
 
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।