ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বের সূচি ঠিক থাকলে আগামি ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ ১৯ ও ২২ এপ্রিল একই মাঠে অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্ট্রেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে।
ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল চলে যাবে খুলনায়। সেখানে তারা টেস্ট সিরিজে মুখোমুখি হবে। শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ মে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচটি। ৬ মে-১০ মে মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর।
এ দিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য সফরকারী দলের অধিনায়ক নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ শেষে ওয়ানডেকে বিদায় জানানো মিসবাহ-উল হকের জায়গায় দায়িত্ব পেয়েছেন আজহার আলি। টেস্ট দলের সহ-অধিনায়কও করা হয়েছে তাকে। টেস্টের নেতৃত্ব যথারীতি মিসবাহর কাঁধে।
টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন আসেনি দলটিতে। ২০ ওভারের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক থাকছেন শহীদ আফ্রিদিই। ওয়ানডে আর টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে।
উল্লেখ্য, বাংলাদেশ সফরে আসার ব্যাপারে অনেক জল ঘোলা করে পিসিবি। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ থেকে রাজস্ব আয়ের পঞ্চাশ শতাংশ দাবি করে বসে তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সায় দেয়নি। এ কারণে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। পরবর্তীতে বিসিবি সফরবাবদ সম্পূর্ণ খরচ বহনে রাজি হওয়ায় ইতিবাচক মনোভাব দেখায় পিসিবি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫