ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুপুর ১২টা ৫৬ মিনিটে পৌঁছাবেন মোস্তফা কামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
দুপুর ১২টা ৫৬ মিনিটে পৌঁছাবেন মোস্তফা কামাল

ঢাকা:  সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাজে আম্পয়ারিং নিয়ে প্রতিবাদ করায় অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আইসিসি সভাপতি আ.হ.ম মোস্তফা কামালকে। থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ বিমানে চড়ে বুধবার বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের  এসে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় ১২টা ৫৬ মিনিটে তিনি বিমানবন্দরে নামবেন।



এরপর বিমানবন্দরের ভিআইপি লাউজ্ঞে বিশ্বজুড়ে সমালোচিত বিষয়টির প্রেক্ষাপট সাংবাদিকদের সামনে তুলে ধরবেন আইসিসি সভাপতি।  

এ সময় তিনি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর প্রেক্ষাপট ও পরবর্তী করণীয় জাতির সামনে তুলে ধরবেন বলে জানা যায়। আইসিসি সভাপতির সংবাদ সম্মেলনের জন্য ভিআইপি লাউজ্ঞে প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিয়ম লংঘন করে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের হাতে ট্রফি তুলে দেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান এন শ্রীনিবাসন। অথচ আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী যেটা তুলে দেওয়ার কথা ছিল আইসিসি সভাপতি আ.হ.ম মোস্তফা কামালের। অথচ ট্রফি তুলে দেয়া দূরে থাক, পুরস্কার বিতরণী মঞ্চেই রাখা হয়নি কামালকে।

বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে এর আগে প্রতিবাদ জানিয়েছিলেন আইসিসি সভাপতি। এবারও চুপ থাকতে চাইছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আইসিসির বর্তমান সভাপতি মোস্তফা কামাল। আক্ষেপ নিয়েই তিনি বলেছিলেন, ‘আইসিসির সভাপতি হিসেবে আমার সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। ’

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ১০ মার্চ বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়ায় যান আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।