ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসি সভাপতি ছাড়া কেউ ট্রফি তুলে দিলে তা হবে সংবিধান পরিপন্থী। আপনারা সংবিধান পরিপন্থী কাজ করবেন না।



বুধবার (০১ এপ্রিল) দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইসিসি সভাপতি মুস্তফা কামাল।

তিনি বলেন, আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আল্ল‍াহর কাছে প্রার্থনা করেছি এর বিচার যেন আমরা পাই।

তিনি আরো বলেন, ক্রিকেট একটি গৌরবময় খেলা। এর একটি আইন রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্টের কী দায়িত্ব তাও বলা রয়েছে।

সে খেলায় চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা আমার। কিন্তু কেন তা পারলাম না তা সবাই জানেন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে খেলাটা হয়েছিল তা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম।

জায়ান্ট স্ক্রিনে ‘জিতেগা রে জিতেগা ইন্ডিয়া জিতেগা’ দেখে আইসিসি সভাপতিকে বললাম।

এর আগে বুধবার (০১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন আইসিসি সভাপতি।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

** কেন ট্রফি দিতে পারলাম না তা সবাই জানেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।