খুলনা: বাংলাদেশ সফরকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিকিউরিটি ইনচার্জ কর্নেল আজম খান খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় তিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন।
বৈঠকে খেলার চলাকালীন সময়ের নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ সময় বিসিবি পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, পুলিশ, র্যাব ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পুলিশ কমিশনার জানান, খেলার সময় স্টেডিয়াম ও হোটেলে ২ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিকল্পনার বিষয়গুলো অবহিত হয়ে পাকিস্তান ক্রিকেট দলের সিকিউরিটি ইনচার্জ সন্তোষ প্রকাশ করেছেন।
বিসিবি কর্মকর্তারা জানান, সিকিউরিটি ইনচার্জ দেশে ফিরে গিয়ে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করবেন।
খেলার আগে স্টেডিয়ামের যে গ্যালারিতে চেয়ার নেই সেখানে চেয়ার বসানো হবে। এছাড়া খেলার সময় খুলনাকে সাজানো হবে বলে জানান বিসিবি পরিচালক শেখ সোহেল।
খসড়া সফরসূচি অনুযায়ী, ২৫ এপ্রিল পাকিস্তান ক্রিকেট দলের খুলনায় এসে পৌঁছানোর কথা। একই দিনে আসবে বাংলাদেশ ক্রিকেট দলও। দুদিন অনুশীলন শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ২ মে খুলনা টেস্ট শেষ করে পরদিনই ঢাকায় ফিরে যাবে দু‘দল।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫