ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

টেস্ট ম্যাচ হবে চার দিনের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, এপ্রিল ১, ২০১৫
টেস্ট ম্যাচ হবে চার দিনের!

ঢাকা: টেস্ট ক্রিকেটের মানোন্নয়নে এর সময়সীমা পাঁচদিন থেকে চারদিনে নামিয়ে আনতে চাইছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্বাচিত নতুন চেয়ারম্যান কলিন গ্রেভস। তিনি টেস্ট ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে নিজের উদ্বেগের কথা ব্যক্ত করেন।



উল্লেখ্য, কলিন গ্রেভস ১৫ মে পাঁচ বছরের মেয়াদে ইসিবি চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করবেন।

কলিন বলেন, ‘আমার মতে টেস্ট ক্রিকেট ম্যাচ পাঁচদিনের পরিবর্তে চারদিন করা উচিৎ। একদিনে ৯০ ওভারের পরিবর্তে ১০৫ ওভার নির্ধারণ করতে হবে এবং ম্যাচ শুরু করতে হবে সকাল সাড়ে ১০টায়। ম্যাচগুলো ডে-নাইট হলে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পাবে। তাছাড়া বিশ্বের বেশিরভাগ স্টেডিয়ামেই এখন ফ্লাডলাইটের ব্যবস্থা আছে। ’

৬৭ বছর বয়সী কলিন আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটের ফরমেটে পরিবর্তন আনার বিকল্প নেই। পাঁচদিনের ম্যাচে মাঠে দর্শক সমাগমের অভাবই স্পষ্ট করে এই ফরমেটে মানুষের আগ্রহ প্রতিনিয়ত কমতির দিকে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘন্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ