ঢাকা: ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার!
মঙ্গলবার (৩১ মার্চ) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে শচীনকে এ দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়।
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে বুধবার (১ এপ্রিল) স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।
খবরে বলা হয়, বিশ্বকাপ শেষ হওয়ার পর বর্তমান কোচ ডানকান ফ্লেচারের স্থলাভিষিক্ত কে হচ্ছেন- এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই বৈঠকে বসে বিসিসিআই’র কার্য নির্বাহী কমিটি। এ বৈঠকেই শচীনকে পরবর্তী তিন বছরের জন্য কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তটি নেওয়ার আগে বিসিসিআই’র সাবেক প্রধান এন শ্রীনিবাসন, জাতীয় দলের ডিরেক্টর রবি শাস্ত্রী, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিসহ অনেকের সঙ্গে আলোচনা করা হয়। প্রায় সকলেই ক্রিকেটের বরপুত্রকে কোচের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সায় দেন।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হওয়ার পরই শচীন চুক্তিবদ্ধ হয়ে দায়িত্ব নিতে পারেন বলে জানায় বিসিসিআই সূত্র।
বিসিসিআই’র বর্তমান প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া‘র একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অনেক চিন্তা-ভাবনা ও আলোচনার পর তিনি ও বিসিসিআই সম্পাদক কোচ হিসেবে শচীনের নাম ঘোষণা করেন। পরে কার্য নির্বাহী কমিটি এ ঘোষণায় সায় দেয়।
ক্রিকেটনেক্সট নামে একটি ওয়েবসাইটের ফাঁস করা বিসিসিআইএ’র এক ইমেইল বার্তায় এসব তথ্য জানা যায়। পুরো ইমেইলটি পড়তে ক্লিক করুন!
বাংলাদশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫/আপডেট ১৭১৮ ঘণ্টা