ঢাকা: অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপা পাওয়ার মধ্যে দিয়ে শেষ হলো একাদশ ক্রিকেট বিশ্বকাপ। এবারের আসরটি ছিল নানা ভাবে আলোচিত।
তবে বিশ্বকাপে অনেক পাওয়ার মাঝে কোন ক্রিকেটারের ঝুলি প্রায় ফাকাই গেছে। তাই আসরে যার ভালো মানের ক্রিকেটার হয়ে নিজেদের পারর্ফম ধরে রাখতে পারেন নি তাদের নিয়ে ক্রিকেটের নিউজ প্রোটাল ক্রিকবাজ তৈরী করেছে বিশ্বকাপের ফ্লপ একাদশ।
এ তালিকায় অবশ্য আধিপত্য বিস্তার করেছে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়া ইংল্যান্ড। তাদের চারজন ক্রিকেটার আছেন এ তালিকায়। আর এই একাদশের অধিনায়ক করা হয়েছে ইংলিশ দলনেতা ইয়ন মরগানকে। তিনি আসরে ছয় ম্যাচে মাত্র ১৮ গড়ে করেছেন ৯০ রান।
ডোয়েন স্মিথ(ওয়েস্ট ইন্ডিজ): ছয় ম্যাচে ১৫.৫০ গড়ে করেছেন ৯৩ রান।
তামিম ইকবাল(বাংলাদেশ): ছয় ম্যাচে ২৫.৬৬ গড়ে করেছেন ১৫৪ রান।
কুইন্টন ডি কক(দক্ষিন আফ্রিকা): আট ম্যাচে ২০.৭১ গড়ে করেছেন ১৪৫ রান।
গ্যারি ব্যালেন্স(ইংল্যান্ড): চার ম্যাচে মাত্র নয় গড়ে করেছেন ৩৬ রান।
মাহেলা জয়াবর্ধনে(শ্রীলঙ্কা): সাত ম্যাচে ২৫ গড়ে করেছেন ১২৫ রান।
শহীদ আফ্রিদি(পাকিস্তান): সাত ম্যাচে ২৩.৩০ গড়ে ১১৬ রান ও ১৪১ গড়ে মাত্র দুই উইকেট।
রবিন্দ্র জাদেজা(ভারত): আট ম্যাচে ১৪.২৫ গড়ে ৫৭ রান ও ৩৯.৬৬ গড়ে নয় উইকেট।
জেমস অ্যান্ডারসন(ইংল্যান্ড): ছয় ম্যাচে ৪৯ গড়ে পাঁচ উইকেট।
স্টুয়ার্ট ব্রোড(ইংল্যান্ড): ছয় ম্যাচে ৬৩.৫০ গড়ে চার উইকেট।
তিনাশে পানিয়াঙ্গারা(জিম্বাবুয়ে): ছয় ম্যাচে ৭৮.৪০ গড়ে পাঁচ উইকেট।
রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, পাকিস্তানের উমর আকমল, নিউজিল্যান্ডের রস টেইলর ও আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রাইন। আর এ দলের কোচ করা হয়েছে ইংলিশ কোচ পিটার মরেসকে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫