ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলে অংশগ্রহণকারী দল সমূহের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
বিসিএলে অংশগ্রহণকারী দল সমূহের স্কোয়াড ঘোষণা

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিএল)ওয়ানডে ভার্সনের জন্য অংশগ্রহণকারী চার দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলগুলোর ১৪ সদস্যের চূড়ান্ত খেলোয়াড় তালিকা জানায় বিসিবি।



বিসিএলের উদ্বোধনী ম্যাচে আগামি ৫ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে  লড়বে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। একই দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

বিসিএলে অংশ নেওয়া চারটি দল একবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। আগামি ১১ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিসিএলের ওয়ানডে পর্ব।

প্রাইম ব্যাংক সাউথ জোন: ১. মাশরাফি বিন মর্তুজা, ২. আব্দুর রাজ্জাক, ৩. ইমরুল কায়েস, ৪. সৌম্য সরকার, ৫. মো: মিথুন, ৬. তুষার ইমরান, ৭. মোসাদ্দেক হোসেন সৈকত, ৮. নুরুল হাসান, ৯. জিয়াউর রহমান, ১০. শাহরিয়ার নাফিস, ১১. সোহাগ গাজী, ১২. এনামুল হক, ১৩. রুবেল হোসেন, ১৪. আল আমিন হোসেন।

বিসিবি নর্থ জোন: ১. মুশফিকুর রহিম, ২.নাঈম ইসলাম, ৩. জুনায়েদ সিদ্দিকী, ৪ নাসির হোসেন, ৫. সাব্বির রহমান, ৬. মাহমুদুল হাসান, ৭. মায়শুকুর রহমান, ৮. তাইজুল ইসলাম, ৯. মুক্তার আলী, ১০. ফরহাদ রেজা, ১১. দেলোয়ার হোসেন, ১২. আরিফুল হক, ১৩. সানজামুল ইসলাম, ১৪. জহুরুল ইসলাম।

ওয়ালটন সেন্ট্রাল জোন: ১. শামসুর রহমান, ২. আব্দুল মজিদ, ৩. মাহমুদউল্লাহ রিয়াদ, ৪.রনি তালুকদার, ৫. মেহরাব হোসেন, ৬. মোশাররফ হোসেন, ৭. মোহাম্মদ ইলিয়াস, ৮. মো: শহিদ, ৯. শুভাগত হোম, ১০. ধীমান ঘোষ, ১১. তাসকিন আহমেদ, ১২. মোহাম্মদ শরিফ, ১৩ মার্শাল আইয়ুব, ১৪.নাদিফ চৌধুরী।

ইসলামী ব্যাংক ইস্ট জোন: ১. তামিম ইকবাল, ২. মেহেদি হাসান মারুফ, ৩. মুমিনুল হক, ৪. সাদমান ইসলাম, ৫. অলক কাপালী, ৬. নাবিল সামাদ, ৭. আসিফ আহমেদ, ৮.আরাফাত সানি, ৯. আবুল হাসান, ১০. শফিউল ইসলাম, ১১. কামরুল ইসলাম রাব্বি, ১২. লিটন কুমার দাস, ১৩. জুবায়ের আহমেদ, ১৪. তাসামুল হক।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।