ঢাকা: বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছে টাইগাররা।
সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আসন্ন পাকিস্তান সিরিজে ভালো ফলাফল আশা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার দুপুরে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, নিজেদের মাটিতে আমরাই এবার পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবো।
এবারই পাকিস্তানকে হারানোর সেরা সুযোগ আমাদের সামনে।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান। এ সিরিজ প্রসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন, আমরা এবার তাদের (পাকিস্তান) বিপক্ষে সিরিজ জিততে চাই।
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা ছাড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলের অষ্টম আসরেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। ২০১২ ও ২০১৪ সালে শাহরুখ খানের দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। তবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য আইপিএলে বেশি ম্যাচ খেলা হচ্ছে না সাকিবের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ৩১ মার্চ সাকিবকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে এনওসি (অনাপত্তিপত্র) প্রদান করা হয়েছে। আইপিএলে শুধুমাত্র ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দুটির জন্যই সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। ২ এপ্রিল ভারতে গিয়ে ১২ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
আইপিএল খেলতে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, আইপিএলে খেলার অভিজ্ঞতা অবশ্যই পাকিস্তান সিরিজে দলের কাজে লাগাতে পারবো।
৮ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেনে সাকিবের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। ১১ এপ্রিল ইডেনেই পরের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবেন সাকিবরা।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫