ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

ক্রিকেট

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, এপ্রিল ২, ২০১৫
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রায়না সুরেশ রায়না

ঢাকা: ভারতের ব্যাটিং সুপারস্টার সুরেশ রায়না বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ৩ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন ভারতীয় নির্ভরযোগ্য এ মিডল-অর্ডার ব্যাটসম্যান।



২৮ বছর বয়সী রায়না বিয়ে করতে চলেছেন তার ছোটবেলার বন্ধু প্রিয়াঙ্কা চৌধুরিকে।

দিল্লীর একটি পাঁচতারা হোটেলে রায়না-প্রিয়াঙ্কার বিয়ে সম্পন্ন হবে বলে জানা যায়। তবে, কিছু কিছু ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, রায়নার বাড়ি রাজনগরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। ঘাজিয়াবাদের সে বাসায় ৩০-৩৫ জনকে দাওয়াত করা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে আরও জানা যায়, রায়নার হবু স্ত্রী নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত একটি ব্যাংকে কাজ করেন।

বিয়ের পরই রায়নাকে মাঠে নামতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন রায়না।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।