ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধায় ভেস্তে যাবে না ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
বৃষ্টি বাধায় ভেস্তে যাবে না ম্যাচ

ঢাকা: হাইভোল্টেজ ম্যাচে কিংবা ক্রিকেটের অন্য কোনো গুরুত্বপূর্ন ম্যাচে বৃষ্টি বাধায় ভেসে যেতে পারে ক্রিকেটীয় সব উত্তেজনা। তবে, প্রকৃতির এ বাধাকেও এবারে জয় করতে চলেছে ক্রিকেট।

হয়তো বৃষ্টিতে পণ্ড হবে না আর কোনো ম্যাচ, নয়তো ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথড পদ্ধতির প্রয়োগ দরকার হবে না।

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে প্রকৃতির খেয়াল মতো বৃষ্টি পড়বে, আর ক্রিকেটের উত্তেজনা ধরে রেখে মাঠে খেলা চলবে। এমন ঘটনাই এবারে দেখা যাবে ইয়র্কশায়ারের মাঠ হেডিংলিতে।

ইংল্যান্ডের সাড়ে ১৭ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে নতুন করে ছাদ তৈরির কাজ শুরু হচ্ছে। যে ছাদকে প্রয়োজন মতো সঙ্কোচন ও প্রসারণ করা যাবে৷ বৃষ্টির সময় সম্পূর্ণ মাঠই ঢাকা যাবে যাতে পিচ-সহ আউট-ফিল্ড ভিজে না হয়ে যায়।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ২০১৯ বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজে ছাদের নিচেই খেলবেন ক্রিকেটাররা৷

ছাদ তৈরির এ কাজ শুরু হতে পারে ২০১৭ সালে। দু’বছরের মধ্যে ছাদ তৈরির এ প্রকৃয়া সম্পন্ন হতে পারে বলে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।