ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের হারানো অসম্ভব: লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
অজিদের হারানো অসম্ভব: লারা ব্রায়ান লারা

ঢাকা: বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টেস্ট ক্রিকেটে চোখ অস্ট্রেলিয়ার। আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষ দুই ম্যাচের টেস্ট সিরিজের পরেই আসছে অ্যাশেজ সিরিজ।

তবে, দেশের মাটিতে খেলা হলেও অজিদের হারানো কার্যত অসম্ভব বলে মত দেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।

গত পাঁচ বছরে মাত্র পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে উইন্ডিজ দল। যার মধ্যে তিনটিই বাংলাদেশের বিপক্ষে। বাকি দু’টি জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই সদ্যই ওয়ানডে বিশ্বকাপ জেতা দলটির চেয়ে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে থাকাটাই স্বাভাবিক। ইতোমধ্যেই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

লারা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জেতাটা খুবই কঠিন হবে। তাছাড়া আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলব। এ মুহূর্তে তারা পরিপূর্ণ আত্ববিশ্বাসী একটি দল। ওয়ানডের চেয়ে টেস্ট ক্রিকেট আলাদা হলেও ওয়েস্ট ইন্ডিজের বেগ পেতে হবে। ’

এ কিংবদন্তি ব্যাটসম্যান আরও বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে ভালো দল। চ্যাম্পিয়নও হয়েছি। কিন্তু, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোটা এক কথায় অসম্ভব। ’ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবীয়দের হয়ে লারা ২২ হাজার তিনশ ৫৮ রান করেছেন।

উল্লেখ্য, ডমেনিকায় ৫ জুন দু’দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৩ জুন জ্যামাইকায়। এর পরেই ইংল্যান্ডে উড়াল দিবে অজিরা। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ জুলাই।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।