ঢাকা: শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির পদ থেকে সরে দাঁড়ালেন দেশটির কিংবদ্বন্তি সাবেক ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া। লঙ্কানদের সাবেক এ অধিনায়ক তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
দেশটির ক্রিড়ামন্ত্রী নবীন দিসানায়েকের কাছে জয়সুরিয়া তার পদত্যাগ পত্রটি জমা দেন।
জানা যায়, জয়সুরিয়া প্যানেলের ৩১ মার্চ পর্যন্ত চুক্তি থাকলেও বিশ্বকাপ উপলক্ষে এ কমিটির মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন জয়সুরিয়া।
পদত্যাগ পত্রে জয়সুরিয়া জানান, আমি শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে কাজ করতে পেরে বেশ গর্বিত এবং আনন্দিত। আমি দায়িত্বে থাকাকালে দলটি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ড সিরিজ জিতেছে। ভবিষ্যতেও শ্রীলঙ্কা ক্রিকেটকে সেবা করতে পেলে আমি খুশি হব৷
সদ্য সমাপ্ত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দ. আফ্রিকার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৫