ঢাকা: বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে পড়তে যাচ্ছেন। ইনজুরিতে পড়া গেইল আগামী জুনের এ সিরিজেও থাকতে পারছেন না বলে জানিয়েছেন।
শুধু অস্ট্রেলিয়া সিরিজ নয়, গেইল সমারসেটের হয়ে আসন্ন (জুন মাসে) ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি আসরেও থাকতে পারছেন না পিঠের ইনজুরির কারণে।
তবে, নিজের ক্যারিয়ার আর ফর্ম নিয়ে এতটুকুও চিন্তিত নন ক্যারিবীয় এ হার্ডহিটার। ২০১৬’র মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরাটা আবারো দেখিয়ে দিতে চান গেইল।
গেইল বলেন, আমি অবশ্যই পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি ক্রিকেটের কোনো ফরমেটেই অবসর নিচ্ছি না। তবে, ইনজুরির কারণে খেলার জন্য আমাকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।
অজিদের বিপক্ষে সিরিজে থাকতে পারছেন না জানিয়ে গেইল বলেন, এটা সত্য যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আমি খেলতে পারব না। তবে, যত দ্রুত সম্ভব বোর্ডের কাছে আমার ফিটনেস পরীক্ষা দিয়ে খেলায় ফিরে আসব।
৩৫ বছর বয়সী গেইল ইতোমধ্যেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন। গত কয়েক বছর থেকেই পিঠের চোটে ভুগছেন গেইল।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৫