ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় বিসিবি

ঢাকা: ২০১৫ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য সম্ভাবনাময় একটি বছর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যাক ম্যাচ এ বছরই খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

১৩ এপ্রিল পুর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। এরপর একে একে বাংলাদেশ সফরে আসবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

এখানেই শেষ নয়; নভেম্বরে চার দল নিয়ে দেশের মাটিতেই টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত হবে এই চার দেশীয় টুর্নামেন্ট। এ তথ্য জানিয়েছেন  বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার গুলশানস্থ নিজ বাসায় পাপন সাংবাদিকদের বলেন,  ‘পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে আমাদের প্রস্তাব দিয়েছে ৪ দেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে। আগামী নভেম্বরেই তারা বাংলাদেশে এসে খেলতে চায়। ’

পাপন বলেন, ‘একটা সময় বাংলাদেশের সঙ্গে কেউ খেলতে চাইতো না। এবছর নিজের মাঠে বড় দলগুলোর সাথে খেলা আছে, এরপরও অনেকগুলো দল বাংলাদেশকে খেলার জন্য প্রস্তাব দিয়েছে। ’

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আরো বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। প্রস্তাব যেহুতু পেয়েছি, তাই ৪ দলকে নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করতে পারি। ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিসিবি। তাই আমাদের চিন্তা কি করে দেশের ক্রিকেটকে উন্নত করা যায়। ’

জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হয়েছিল নতুন বছরে বাংলাদেশের যাত্রা। এরপর বিশ্বকাপে সাতটি ওয়ানডে ম্যাচ খেলে এসেছে টাইগাররা। আর সামনে অপেক্ষা করছে বড় বড় দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও ওয়ানডে টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৫ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।