ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

কামালের পদত্যাগে ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, এপ্রিল ৪, ২০১৫
কামালের পদত্যাগে ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না মুস্তফা কামাল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বিশ্বাস করেন, আইসিসি’র সভাপতির পদ থেকে মুস্তফা কামাল পদত্যাগ করলেও এ নিয়ে ভারত-বাংলাদেশ ক্রীকেটীয় সম্পর্কে কোন ধরণের খারাপ প্রভাব পড়বে না।

কামালের পদত্যাগের ব্যাপারটি নিয়ে পাপন জানান, এটি খুবই ‘দু:খজনক’।



বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং নিয়ে কামাল সমালোচনা করেছিলেন। পরে তিনি জানিয়েছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখন ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’।

পরে বিশ্বকাপের ফাইনালে কামালকে পুরস্কার বিতরনীতে না রাখায় তিনি চরম সমালোচনা করেন আইসিসি’র বর্তমান চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে। আর দেশে ফিরেই আইসিসি’র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।