ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুবেলকে কাছে পেয়ে...

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
রুবেলকে কাছে পেয়ে... ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে খেলা দেখে মুগ্ধ টাইগারভক্তরা। দল দেশে ফিরেছে ২২ মার্চ।

  এরপর জাতীয় দলের ক্রিকেটাররা চলে যান বিশ্রামে। ছুটি কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলতে ক্রিকেটাররা আবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে আসা-যাওয়া শুরু করেছেন।

মিরপুরের আশে-পাশের তরুণ ক্রিকেটপ্রেমীরা টাইগারদের সম্মান ও ভালোবাসা জানাতে লোহা দিয়ে তৈরী করেছে বিশ্বকাপ ট্রফির আদলে একটি অভিনব ট্রফি। আর সেটিই তারা বাংলাদেশ দলকে পৌঁছে দিতে চায়। কিভাবে পৌঁছানো যাবে বাংলাদেশ দলপতির কাছে সেটিও জানা নেই তাদের।

তাইতো শনিবার মিরপুরের ইনেডোরে বিসিএলে অংশ নেয়া দল প্রাইম ব্যাংক সাউথ জোনের অনুশীলনের সামনে দাঁড়িয়ে থাকলেন। যদি কোনো ক্রিকেটারের সান্নিধ্য পাওয়া যায়! এরপর বাংলাদেশ দলের তারকা পেসার রুবেল হোসেনকে দেখতেই ক্রিকেটপ্রেমীদের আবদার-ট্রফিটি হাতে নিয়ে ছবি তুলতে হবে তাদের সাথে।

ভক্তদের আবেগ দেখে রুবেলও না করলেন না। রাস্তায়  দাঁড়িয়ে হাসিমুখে ট্রফি উঁচিয়ে ছবি তোলার সুযোগ করে দিলেন ভক্তদের।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।