ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার সকালে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একদিন বিশ্রাম নিয়ে শনিবার বিসিবি’র একাডেমী মাঠে অনুশীলন করেছে প্রোটিয়া যুবারা।
অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সফরকারী দলের অধিনায়ক সিবনলো মাখানইয়া। স্বাগতিক দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রসঙ্গে মাখানইয়া বলেন, ‘আমার দলের ক্রিকেটাররা খুবই এক্সাইটেড। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত আমার দল। আশা করি, দারুণ একটি সিরিজ হবে। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা। ’
বাংলাদেশের উইকেটগুলো সাধারণত স্পিন সহায়ক হয়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পরিকল্পনা কী জানতে চাইলে মাখানইয়া বলেন, ‘সেটা আমরা জানি। আমাদের কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। আর আমার দলেও স্পিনার রয়েছে। একাধিক পার্ট-টাইম স্পিনারও রয়েছে। ’
সিরিজের ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে। আগামী ৬ এপ্রিল বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। একই মাঠে ১০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর ১৩ ও ১৫ এপ্রিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫