ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিটি বল তদন্ত করবে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
প্রতিটি বল তদন্ত করবে আইসিসি ছবি : সংগৃহীত

ঢাকা: সদ্য শেষ হওয়া ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ আর ভারতের কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে। আর এরই জের ধরে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) প্রেসিডেন্ট মুস্তফা কামাল পদত্যাগ করেন।



এদিকে বিশ্বকাপের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক ভাবে আইসিসি’র কাছে মেলর্বোনে অনুষ্ঠিত সেই ম্যাচটির ব্যাপারে তদন্ত করার জন্য আবেদন জানায়।

পরবর্তীতে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, সর্বোচ্চ কর্তৃপক্ষের দ্বারা কোয়ার্টার ফাইনালের সে ম্যাচ তদন্ত করা হবে। তিনি আরো জানান, সে ম্যাচে আম্পায়ারের ভুল হয়েছে কিনা তা দেখার জন্য প্রতিটি বলের তদন্ত করা হবে।

এ ব্যাপারে বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমরা আইসিসি’র কাছে আবেদন করেছি। আর তারা আমাদের আশ্বস্ত করেছে সেই ম্যাচের ‘বল বাই বল’ তদন্ত করে দেখা হবে।

এদিকে কামালের পদত্যাগের প্রসঙ্গে পাপন অবশ্য জানিয়েছেন, পদত্যাগের বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে কোন ধরণের নেতিবাচক প্রভাব পড়বে না।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।