ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৈধ অ্যাকশনের ছাড়পত্র পেলেন নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
বৈধ অ্যাকশনের ছাড়পত্র পেলেন নারাইন সুনীল নারাইন / ছবি : সংগৃহীত

ঢাকা: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শিবির। সুনীল নারাইনকে নিয়ে অনেক জল ঘোলা করে অবশেষে বৈধ বোলিং অ্যাকশনের ছাড়পত্র দিয়েছে বিসিসিআই।



কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ আগেই হুমকি দিয়ে রেখেছিল ক্যারিবীয়ান স্পিনার নারাইনকে খেলতে না দিলে আসরেই অংশ নেবে না তারা।

এর আগের আইপিএলে আসরে নারাইনের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের স্কোয়াড থেকে নারাইন নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে, বিশ্বকাপ চলাকালীন আইসিসি থেকে বৈধতার ছাড়পত্র পেয়েছিলেন নারাইন।

এরপরও আইপিএলের অষ্টম আসরে নারাইনকে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে খেলতে দেওয়া হবে না বলে জানায় বিসিসিআই। আর তাতেই এ ক্যারিবীয়নকে আবারো বোলিং টেস্ট করাতে হয়।

চেন্নাইয়ের রামচন্দ্র ইউনিভার্সিটিতে কেকেআর স্পিনারের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়৷ ভারতের সাবেক পেসার ও আইসিসি’র ম্যাচরেফারি জাভাগল শ্রীনাথের তত্বাবধানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন নারাইন। রোববার বোর্ডকে রিপোর্ট জমা দেন শ্রীনাথ কমিটি৷ রিপোর্টে নারাইনের বোলিং অ্যাকশনকে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।

এর ফলে, সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শাহরুখ খানের দলের হয়ে খেলতে দেখা যাবে ক্যারিবিয়ান এ অফস্পিনারকে

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।