ঢাকা: ২০১২ সালে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এককভাবে সেই সিরিজ বাতিল করায় মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে বিসিবিকে।
জরিমানা হিসেবে বিসিবি তিন লক্ষ পচিশ হাজার মার্কিন ডলার দিচ্ছে পিসিবিকে। যদিও পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ৯ লক্ষ ডলার দাবি করেছিল।
রোববার সন্ধ্যায় বিসিবি’র বোর্ড সভা শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘পিসিবি’র কাছে আমাদের আগের বকেয়া ও পাকিস্তান সফর বাতিলসহ তিন লক্ষ পঁচিশ হাজার ডলার দিতে আমরা সম্মত হয়েছি। আমাদের লক্ষ্য ছিল তিন লক্ষ ডলার প্রদানের। তবে আমরা তাদের তিন লক্ষ পঁচিশ হাজার ডলার দিচ্ছি। পিসিবিকে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিব। ’
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫