ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

ক্রিকেট

প্রথম ওয়ানডেতে অধিনায়ক সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, এপ্রিল ৫, ২০১৫
প্রথম ওয়ানডেতে অধিনায়ক সাকিব সাকিব আল হাসান

ঢাকা: আগামি ১৩ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলতে ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান লড়াই দিয়ে।

১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে উভয় দল।

তবে প্রথম ওয়ানডে খেলতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপে দুই ম্যাচে স্লো-ওভার রেটের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক ম্যাচ নিষিদ্ধ করে বাংলাদেশ অধিনায়ককে।

তাই প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন রোববার সন্ধ্যায় বোর্ড সভা শেষে এ কথা জানিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে সাকিব এ মুহুর্তে ভারতে অবস্থান করলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দেশে ফিরবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।