ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে বীরোচিত সংবর্ধনা দেবে নড়াইলবাসী

মোঃ ইমরান হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
মাশরাফিকে বীরোচিত সংবর্ধনা দেবে নড়াইলবাসী মাশরাফি বিন মর্তুজা

নড়াইল: ৭ এপ্রিল (মঙ্গলবার) বেলা ৩ টায় বেসরকারি হেলিকপ্টার যোগে মাশরাফি বিন মর্তুজা নড়াইল ভিক্টোরিয়া কলেজের কুরিরডোপ মাঠে পৌঁছাবেন। সেখান থেকে সুসজ্জিত হাতির পিঠে করে, গরম্নর গাড়ি ও ঘোড়ার গাড়িসহ বিশাল মটর শোভাযাত্রা সহ গাড়িবহর নড়াইল শহর প্রদক্ষিন শেষে মাশরাফির ছেলে বেলার খেলার মাঠ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গণ সংবর্ধনার মঞ্চে মাশরাফিকে নিয়ে যাওয়া হবে।

এসময় রাস্তায় অন্তত ১’শ জয়ঢাকের একটি দল বাদ্য বাজিয়ে তার আগমন বার্তা সবার কাছে পৌছে দেবে। এখানে নড়াইলের সুধী সমাজ থেকে শুরু করে বিভিন্ন গন সংবর্ধনা প্রদান করা হবে প্রিয় কৌশিক কে। একথা গুলো বাংলানিউজকে জানালেন, নড়াইল জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান মিকু। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নড়াইলবাসির পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হবে।

একইসাথে “নড়াইল এক্সপ্রেস”  মাশরাফি-বিন মোর্তুজা গর্বিত ‘বাব-মা’কেও সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা শেষে ঐ মঞ্চে এক জাকজমক কনসার্ট এর  আয়োজন করা হয়েছে।

২০১৫ বিশ্বকাপ যাত্রা শেষ করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ঘুরে দেশকে বিশ্বকাপে সন্মানজনক বিজয় উপহার দিয়ে মঙ্গলবার নড়াইলে আসছেন “নড়াইল এক্সপ্রেস” মাশরাফি-বিন মোর্তুজা ।

এ উপলক্ষে নড়াইল শহরে কয়েকদিন ধরে চলছে সাজ সাজ রব । চারিদিকে মাইকে প্রচার চলছে । মাশরাফির বিভিন্ন ধরনের ছবি দিয়ে ভরে গেছে নড়াইল শহর । নড়াইলের বাইরে থেকে মাশরাফি ভক্তরা আসতে শুরু করেছেন নড়াইলে । ঘরের ছেলের কৃতিত্বে গর্বিত নড়াইলবাসী তাকে  একনজর দেখার জন্য উদগ্রীব হয়ে আছে । বিভিন্ন সংস্থা মাশরাফির উদ্দেশ্যে নির্মান করছে ত্বোরণ। আবার অনেক সংস্থা ও সংগঠনসহ ব্যক্তিগতভাবেও মাশরাফির বিভিন্ন পোজের ছবি দিয়ে তৈরি করছে বিভিন্ন মাপের বিলবোর্ড।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এমএমএস           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।