ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। মাহামুদুল্লাহ রিয়াদের ওয়ালটন সেন্ট্রাল জোনকে ৩ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার প্রাইম ব্যাংক সাউথ জোন।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়ালটনের দলপতি মাহামুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৫.৩ ওভার খেলে সবক’টি উইকেট হারিয়ে ওয়ালটনের সংগ্রহ দাঁড়ায় ২১৩ রান। ৪৮.২ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
ম্যাচের শুরু থেকেই সাউথ জোন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষের ব্যাট থেকে। ৬১ বলে ৮টি চার আর একটি ছয়ে ধীমান ৬৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া দুই ওপেনার আবদুল মজিদ ও রনি তালুকদার ১৬ করে রান করেন। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে দলপতি মাহামুদুল্লার ব্যাট থেকে।
ওয়ালটনকে অলআউট করতে প্রাইম ব্যাংকের হয়ে জ্বলে উঠেন রুবেল হোসেন। টাইগার এ পেস তারকা একাই নেন ৫টি উইকেট। ৮.৩ ওভার বল করে ৫ উইকেট তুলে নিতে রুবেল খরচ করেন ৪২ রান। এছাড়া আবদুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র দুটি এবং মাশরাফি নেন একটি করে উইকেট।
২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রাইমের ওপেনার সৈকত আলী ৭টি চারে ৫৯ বল মোকাবেলা করে অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন। আরেক ওপেনার ইমরুল কায়েস করেন মাত্র ৯ রান (২৭ বলে)। তিন নম্বরে নামা শাহরিয়ার নাফীস করেন ৩৫ বলে ২০ রান। মোহাম্মদ মিথুন ৩৪ রান করে বিদায় নেন।
দলকে জয়ের বন্দরে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রাইমের দলপতি মাশরাফি। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি ব্যাটে ঝড় তোলেন। মাত্র ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস সাজান মাশরাফি। তার ইনিংসে ছিল চারটি চার আর তিনটি ছয়। এছাড়া মাশরাফিকে যোগ্য সঙ্গ দিয়ে রাজ্জাক খেলেন ২১ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস।
১০ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় পায় প্রাইম ব্যাংক সাউথ জোন। ম্যাচ সেরা নির্বাচিত হন মাশরাফি।
ওয়ালটনের হয়ে ৮ ওভার বল করে ৪ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন ইলিয়াস সানী। এছাড়া শুভাগত হোম দুটি আর মাহামুদুল্লাহ এবং মোশাররফ হোসেন নেন একটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৫
এমআর