ঢাকা: ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের শোয়েব মাকসুদ। এ ডানহাতি ব্যাটসম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সাদ নাসিম।
আজ (মঙ্গলবার) লাহোরে দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মাকসুদ। জিম ও ফিটনেস সেশনে কব্জিতে ব্যথা অনুভব করায় তা কর্তপক্ষের নজরে আনেন। স্ক্যান রিপোর্টে তার কব্জির হাড়ে চিড় ধরার প্রমাণ মেলে।
গত বছরের অক্টোবরে পাকিস্তান ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার সময় একই ধরণের ইনজুরিতে ভোগেন মাকসুদ। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন।
পিসিবির চেয়ারম্যান ও সহযোগী নির্বাচক শাহরিয়ার খানের সঙ্গে পরামর্শ করে নাসিমকে মাকসুদের জায়গায় অন্তর্ভুক্ত করেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক হারুন রশিদ। এর মধ্য দিয়ে ২৪ বছর বয়সী এ ব্যাটসম্যানের এক দিনের ক্রিকেট অভিষেক ঘটবে।
উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ এপ্রিল দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দু্ই ম্যাচ হবে ১৯ ও ২২ তারিখে। এ মাঠেই ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘন্টা, এপ্রিল ০৭, ২০১৫
আরএম