ঢাকা: পাকিস্তানের বিপক্ষে আসন্ন ক্রিকেট সিরিজের জন্য নতুন স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিডিয়া প্ল্যানিং কোম্পানি ‘টপ অব মাইন্ড’কে জাতীয় দলের স্পন্সরশিপ দেওয়া হয়েছে।
তবে, ঠিক কত দরে তারা স্পন্সরশিপ পেয়েছে তা বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়নি। প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘কত টাকার বিনিময়ে নতুন স্পন্সর নেওয়া হয়েছে তা বলা যাবে না। এতোটুকু বলতে পারি, চুক্তির অঙ্কটা আড়াই কোটি টাকার উপরে। ’
স্পন্সরশিপ পাওয়ার দৌড়ে ছিল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীনফোন। কিন্তু, দ্বিতীয় দফার নিলামে ‘টপ অব মাইন্ড’ স্পন্সরশিপ পেয়ে যায়। উল্লেখ্য, সাহারার সঙ্গে চুক্তি হওয়ার আগে আট বছর যাবৎ দু’টি প্রতিষ্ঠানই বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ছিল।
এর আগে গত ৩০ মার্চ নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। তার একদিন আগে সাহারাকে লিখিতভাবে চু্ক্তি চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আগামী বছরের ৩০ জুন চার বছরের চুক্তিটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, বিসিবি ১৫ মাস আগেই সেটি বাতিল করে দেয়।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘন্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএম