ঢাকা: পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে ওপেনার আনামুল হক বিজয়ের পরিবর্তে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন রনি তালুকদার।
এর আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বিজয়ের পরিবর্তে খেলা ইমরুল কায়েসকে এই স্কোয়াডে রাখা হয়নি। আর স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দলে নেয়া হয়েছে ফাস্ট বোলার আবুল হাসান রাজুকে। মূলত বিশ্বকাপের দলই অপরিবর্তীত রয়েছে।
আজ বিকেলে মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সদস্যের এ দল ঘোষণা করেন বিসিবি’র প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
আগামী ১৭ ও ১৯ এপ্রিল মিরপুরে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, রনি তালুকদার, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসকে/এমএমএস