ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হলেন উইজিগুনাবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, এপ্রিল ৮, ২০১৫
জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হলেন উইজিগুনাবর্ধনে

ঢাকা: সনথ জয়সুরিয়ার পরিবর্তে শ্রীলঙ্কান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন দলটির সাবেক ফাস্ট বোলার কাপিলা উইজিগুনাবর্ধনে। এই নির্বাচক পরিষদে নতুন করে আরো তিন জনকে রাখা হয়েছে।



উইজিগুনাবর্ধনে ছাড়াও আরো যারা রয়েছেন তারা হলেন, সাবেক উইকেটকিপার আমাল সিলভা ও ব্রেন্ডন কুরুপ্পু আর মিডলঅর্ডার ব্যাটসম্যান হেমান্থা উইকরেমারান্থে।

এর আগে গত শুক্রবার দু’বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছিলেন জয়সুরিয়ার অধীনে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচক পরিষদ। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে লঙ্কানদের বিদায়ের পর দেশটির ক্রিকেট বোর্ডকে নতুন করে সাজান ক্রিড়ামন্ত্রী নাভিন দিশানায়েক।

দলের অন্তবর্তী কমিটির প্রধান করেন সাবেক টেস্ট ব্যটসম্যান সিদাথ উইটিমুনিকে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।