ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেরা হলো না আল আমিনের!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
ফেরা হলো না আল আমিনের!

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্বকাপ না খেলেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছিলেন পেসার আল আমিন হোসেন।   বিশ্বকাপে না খেলতে পারার দু:স্বপ্ন কাঁটিয়ে দেশে ফিরেই অংশ নিয়েছিলেন জাতীয় ক্রিকেট লিগে।

  আহামরি পারফরম্যান্স করতে পারেন নি। তাই জাতীয় দলে ফেরাও হলো না আল আমিনের।

বুধবার আসন্ন পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোলিং ডিপার্টমেন্টে বিশ্বকাপে খেলা তিন পেসারই আছেন বাংলাদেশ দলে। একজন স্পিনার কমিয়ে নেয়া হয়েছে একজন পেসার। তাইজুল ইসলামের জায়গায় নেয়া হয়েছে পেসার আবুল হাসান রাজুকে।
বাংলাদেশ দল ঘোষণার পর আল আমিন হোসেনের দলে সুযোগ না পাবার কারণ ব্যাখ্যা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, ‘পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন তিনি (আল-আমিন হোসেন)। দেশে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে খেলছেন, কিন্তু ভালো করছেন বলে আমাদের মনে হচ্ছে না। '

প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য ঘোষিত জাতীয় দলে  না থাকলেও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে (বিসিবি একাদশ) রয়েছেন এই পেসার।

আগামী ১৫ এপ্রিল ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বিসিবি একাদশ। এর দুই দিন আগে আগামী ১৩ এপ্রিল ঢাকা পৌঁছাবে পাকিস্তান দল।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান দল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসকে/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।