ঢাকা: চার মাস আগে অস্ট্রেলিয়ান পেস বোলার শন অ্যাবোটের একটি ঘাতক বাউন্সারে মারা যান তারই স্বদেশী ব্যাটসম্যান ফিল হিউজ। তবে, সে দুঃস্মৃতি ভুলে আবারো ক্রিকেটের মাঠে ফিরে আসেন অ্যাবোট।
ফিল হিউজ মারা যাবার পর অ্যাবোটের ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে চলে যায়। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েন তিনি।
ভেঙে পড়লেও লড়াই ছাড়েননি তিনি। অনেক ক্রিকেট বোদ্ধা ভেবেছিলেন অ্যাবোটের ক্রিকেটে আর ফেরা হবে না। কিন্তু শোককে শক্তিতে পরিণত করে আবারো মাঠে ফিরেছিলেন অ্যাবোট।
আইপিএলে প্রথমবারের মতো তিনি খেলবেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। আসরের পঞ্চম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১ এপ্রিল মাঠে নামতে পারেন অ্যাবোট।
নিউ সাউথ ওয়েলস থেকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে আসা ২৩ বছর বয়সী অজি পেসার সাকিবদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন৷ আইপিএলের আসরেও নিজেকে প্রমান করতে চান তিনি। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অ্যাবোটকে অনুশীলনে নিয়ে আলাদা করে সময় দেন।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর