ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

রাতে নামছেন ম্যাক্সওয়েল, টিম সাউদিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, এপ্রিল ১০, ২০১৫
রাতে নামছেন ম্যাক্সওয়েল, টিম সাউদিরা

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় ম্যাচে মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়েলস। পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।



আইপিএলের অষ্টম আসরের তৃতীয় ম্যাচটি দুই দলের জন্য নিজেদের প্রথম ম্যাচ।

২০১৪ মৌসুমের আইপিএল আসরে দারুণ পারফর্ম করা পাঞ্জাবের এবারের দলে রয়েছেন ডেভিড মিলার, জর্জ বেইলি, মুরালি বিজয়, শন মার্শ, বিরেন্দর শেওয়াগ, গ্লেন ম্যাক্সওয়েল, থিসারা পেরেরা, মিচেল জনসন আর রিদ্ধিমান শাহার মতো তারকা ক্রিকেটার।

অপরদিকে, রাজস্থানের হয়ে মাঠ মাতাতে থাকছেন অজিঙ্কা রাহানে, জেমস ফকনার, রজত ভাটিয়া, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, স্টুয়ার্ট বিন্নি আর টিম সাউদিদের মতো তারকারা।

আইপিএলের আসরে এর আগে ১৩ বার মুখোমুখি হয় এ দুই দল। জয়ের পাল্লা রাজস্থানের দিকেই ঝুঁকে আছে। ৮ বার জয় পেয়েছে রাজস্থান আর তিনবার জয় পেয়েছে পাঞ্জাব।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।