ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি দেখাবে চ্যানেল নাইন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি দেখাবে চ্যানেল নাইন

ঢাকা: বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করায় শনিবার গনসংবর্ধনা পাচ্ছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার দুপুর আড়াইটায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান।



টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’। দুপুর আড়াইটায় অনুষ্ঠানস্থল থেকে পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করায় বিসিবি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটির সম্প্রচার স্বত্ব পেয়েছে চ্যানেল নাইন।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দেশে ফিরে ক্রিকেটারদের অনেকেই ব্যক্তিগত ভাবে নিজ নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন। দলীয়ভাবে এই প্রথম সংবর্ধনা পেতে যাচ্ছেন তারা।

শনিবার সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি ব্যান্ড দল পারফর্ম করবে। ব্যান্ড দলগুলো হলো: মাইলস, ওয়ারফেইজ, অর্থহীন, ক্রিপটিক ফেইট ও নেমেসিস। অনুষ্ঠানের শেষ অংশে থাকবে আতোশবাজির ঝলকানি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ছাড়া বাকি সবাই উপস্থিত থাকবেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এ ছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবির পরিচালক-কর্মকতাসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। জাতীয় দলের কোচিং স্টাফরাও থাকবেন অনুষ্ঠানে।
 
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।