ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ বাঁচাত লড়াই করছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
ম্যাচ বাঁচাত লড়াই করছে ক্যারিবীয়রা

ঢাকা: ইংল্যান্ডের করা ৩৯৯ রানের বিপরীতে প্রথম ইনিংসে লড়াই করে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়রা এখনও ইংলিশদের থেকে ২৪৪ রানে পিছিয়ে আছে।

অ্যান্টিগায় অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৫৫ রান।

ব্যাটিংয়ে আছেন শিব নারায়ন চন্দ্ররপল (২৯) ও জার্মেইন ব্ল্যাকউড (৩০)। এর আগে উদ্বোধনী ব্যাটিংয়ে নামা ক্রেইগ ব্রাথওয়েট এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৩৯ রান করে জেমস ট্রেডওয়েলের বলে আউট হন।

তবে দলের দুই সেরা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও মারলন ম্যামুয়েলস খুব বেশি সুবিধে তরতে পারেনি। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ১০ ও ৩৩ রান।

ইংলিশ বোলারদের মধ্যে অ্যান্ডারসন, ব্রড, জর্ডান ও ট্রেডওয়েল একটি করে উইকেট পান।

এদিকে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা সফরকারিরা সবকটি উইকেট ৩৯৯ রান সংগ্রহ করেছিল। দলের হয়ে সর্বোচ্চ ১৪৩ রান করেন ইয়ান বেল। এটি তার ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। এছাড়া ৮৩ রান আসে জো রুটের ব্যাট থেকে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন কেমার রোচ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।