ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার সিরিজ জয়ের মিশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এবার সিরিজ জয়ের মিশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৬ বছরের আক্ষেপ ঘুঁচেছে বাংলাদেশ দলের। অবশেষে হারানো গেছে পাকিস্তানকে।

১৯৯৯ সালের ৩১ মে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া দলের কাছে হেরে বসে ১৯৯২’র বিশ্বকাপ জয়ীরা। তার ১৬ বছর পর শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ৭৯ রানে হার মানলো পাকিস্তান দল।
 
বিশ্বকাপে ভালো করা উজ্জীবিত বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিয়েছে মাশরাফিবাহিনী। রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ‍ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

সিরিজে ভালো কিছু করতে শুরুটা গুরুত্বপূর্ন ছিল বাংলাদেশ দলের জন্য। এই সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশ দলের মিশন সিরিজ জয়। শনিবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে দলের হয়ে নিজের ১৫০তম ম্যাচ খেলতে যাওয়া মাশরাফি জানিয়েছেন সিরিজ জয়-ই বাংলাদেশ দলের লক্ষ্য। মাশরাফি মনে করেন এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ভালো একটি সুযোগ তার দলের সামনে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি বলেছেন, ‘আমাদের সামনে খুব ভালো একটি সুযোগ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। এই মুহুর্তে পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ন। এটা সত্যি কথা, পরবর্তী ম্যাচটাতেই আমরা ফোকাস করছি। পরের ম্যাচটা জিতেলেই সিরিজ জেতা হয়ে যাবে। তারপর শেষ ম্যাচে আমরা নিশ্চয়ই হারের জন্য নামবো না। ’

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলে ফিরছেন। বিশ্বকাপে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানেডেতে নামতে পারেননি তিনি। প্রথম ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

মাশরাফি ফেরায় একাদশ থেকে বাদ পড়তে পারেন আবুল হাসান রাজু।

অন্যদিকে পাকিস্তান দলে ক্রিকেটাররা একের পর এক ইনজুরি সমস্যয় ভুগছেন। সর্বশেষ হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে পাক দল থেকে বাদ পড়লেন এহসান আদিল। তার পরিবর্তে দলে ঢুকছেন উমর গুল। এর আগে সফরকারি দল থেকে শোয়েব মাকসুদ, সোহেল খান, ইয়াসির শাহ ইনজুরির কারণে দল থেকে বাদ পয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।