ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ছয় উইকেটের বিশাল জয় পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচে মূলত কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠানের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের চার খেলার তিনটিতে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
দিল্লির দেয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কোলকাতা। গম্ভীরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান। তিনি ৪৯ বলে আটটি চারের সাহায্যে এই ইনিংসটি খেলেন।
এছাড়া তৃতীয় উইকেট জুটিতে পাঠানের সঙ্গে ৬৫ রানের মূল্যবান একটি পার্টনারশিপ গড়েন গম্ভীর। পাঠান দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে জেপি ডুমিনি বাহিনী। কোলকাতার বোলারদের দাপটে তেমন কোন ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেনি। সর্বোচ্চ ৩২ রান আসে মনোজ তিওয়ারির ব্যাট থেকে। এছাড়া ৩১ রান করেন আইয়ার।
কোলকাতার উমেশ যাদব চার ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে দু’টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমএমএস