ঢাকা: অস্ট্রেলিয়ার হয়ে সফল বিশ্বকাপ মিশন শেষে ভারতে আইপিএল খেলতে এসে অনেকটা নিজেকে হারিয়ে খুঁজছেন গ্লেন ম্যাক্সওয়েল। গত আসরে পাঞ্জাবের হয়ে প্রথম তিন ম্যাচে যেখানে তার রান ছিল ৯৫, ৮৯ ও ৯৫ সেখানে চলতি আসরের প্রথম চার ম্যাচে তার রান সংখ্যা যথাক্রমে ৭, ৬, ১৫ ও ৩৩।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, ‘বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্ট শেষ করেই আরেকটি টুর্নামেন্টে মানিয়ে নেয়াটা কঠিন। অনেক দিন যাবৎ একদিনের ক্রিকেট খেলে এসে হুট করেই তো আর টি-টোয়েন্টি ফরমেটে অভ্যস্ত হওয়া যায় না। ’
এই ডানহাতি হার্ডহিটার ব্যাটসম্যান আরও বলেন, ‘আইপিএল’র এই আসরের শুরুটা আমার মোটেই ভালো হয়নি। এবার একটু ভিন্ন স্টাইলে ব্যাটিং করছি। আশা করছি, খুব দ্রুতই স্বরুপে ফিরতে পারব। ’
গতবারের ফাইনালিস্ট ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। যার নেপথ্যে ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং কার্যকরী ভূমিকা রাখে। কিন্তু, চলতি আসরে প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে গিয়েছে বেইলি-জনসনরা। এতেই বোঝা যায়, ম্যাক্সওয়েলের অফ ফর্ম কতটা ভোগাচ্ছে প্রীতি জিনতার পাঞ্জাবকে।
উল্লেখ্য, আজ (মঙ্গলবার) নিজেদের পঞ্চম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে পাঞ্জাব। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএম/