ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় পৌঁছেছেন মিসবাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ঢাকায় পৌঁছেছেন মিসবাহ মিসবাহ-উল-হক

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কেবল মাত্র টেস্ট সিরিজে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।



মিসবাহ-উল-হকের ঢাকা পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগ।

বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২৮ এপ্রিল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৬ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

পাকিস্তানের টেস্ট দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আসাদ শফিক, আজহার আলী, ইউনিস খান, হারিস সোহাল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবার, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান ও রাহাত আলী।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।