ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের পর ফিরলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
তামিমের পর ফিরলেন মাহমুদুল্লাহ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দলীয় ১৪৫ রানের মাথায় ওপেনার তামিম ইকবাল ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকানো সৌম্য সরকার ক্যারিয়ারের প্রথম শতকের দিকে এগিয়ে চলেছেন। তামিমের পর দ্রুতই ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

মাত্র ৪ রান করে জুনায়েদ খানের বলে বোল্ড হন তিনি।

ব্যাটিং ক্রিজে দৃষ্টিনন্দন ৮০ রান করে অপরাজিত আছেন সৌম্য। ৮২ বলের ইনিংসে সৌম্য ৮টি চার আর ৩টি ছক্কা হাঁকিয়ে তার অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৫ রান।

পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৫১ রানের টার্গেটে ব্যাট করতে নামেন টাইগারদের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। আর ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশ দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনাররা।

পাকিস্তানের বিপক্ষে টানা দুই সেঞ্চুরির মালিক তামিম জুনায়েদ খানের বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন। তবে, আউট হওয়ার আগে আরেক ওপেনার সৌম্য সরকারকে নিয়ে ১৪৫ রানের ওপেনিং জুটি গড়েন তামিম। ফেরার আগে ৭৬ বলে ৮ চার আর এক ছয়ে তামিম করেন ৬৪ রান।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯ ওভারেই গুটিয়ে যায়।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি অধিনায়ক আজাহার আলীর সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে যান একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া সামি আসলাম। তবে ১৮তম ওভারের শেষ বলে নাসিরের বলে উইকেটের পিছনে মুশফিকের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন সামি আসলাম। ৫০ বলে ৪৫ রানে সাজঘরে ফেরার আগে সাতটি বাউন্ডারি মারেন সামি।

সামি আসলাম ফিরলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেন পাকিস্তানের দলপতি আজহার আলি। জাতীয় দলের হয়ে টেস্টে ৭টি শতক আর ১৮টি অর্ধশতকের মালিক হলেও ওয়ানডেতে প্রথম শতকের দেখা পেলেন এ ম্যাচে। তবে, শতক হাঁকানোর পরই ব্যক্তিগত ১০১ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আজহার। আউট হওয়ার আগে তিনি ১১২ বলে দশটি চার মারেন।

১১১ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানো আজহারকে সঙ্গ দেন চার নম্বরে নামা হারিস সোহেল। এ দু’জন মিলে স্কোরবোর্ডে আরও ৯৮ রান যোগ করেন।

সাকিবের পর বোলিং আক্রমণে এসে মাশরাফি বিদায় করেন হারিস সোহেলকে। মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে সোহেল করেন ৫৩ রান। এছাড়া সাদ নাসিম করেন ২২ রান।

মাশরাফি নির্ধারিত ওভার শেষে ৪৪ রান দিয়েছেন আর সাকিব দিয়েছে ৩৫ রান। দু’জনই দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া রুবেল ও আরাফাত সানিও দুটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৫
এমআর

** পাক বোলারদের শাসন করছেন টাইগার ওপেনাররা
** তামিম-সৌম্যর শতরানের জুটি
** তামিম-সৌম্যর ব্যাটে এগুচ্ছে টাইগাররা
** সৌম্যর ব্যাটিং ঝলক
** টাইগার ওপেনারদের উড়ন্ত সূচনা
** ব্যাটিংয়ে নেমেছেন তামিম-সৌম্য
** টার্গেট ২৫১, এবার লক্ষ্যে পৌঁছানো পালা
** টাইগারদের টার্গেট ২৫১ রান
** যাওয়া-আসার মিছিলে পাক ক্রিকেটাররা
** সাকিব-মাশরাফির উইকেট ভাগাভাগি
** সাকিবের আঘাতে রিজওয়ানের বিদায়
** সাকিবে বধ আজহার, মাশরাফি ফেরালেন সোহেলকে
 ** অধিনায়ক আজহারের প্রথম শতক
** পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন আজহার-সোহেল
** জুটি ভাঙার চেষ্টায় টাইগাররা
** এবার সানি ফেরালেন হাফিজকে
** জুটি ভাঙলেন নাসির
** পাওয়ার প্লে’তে পাকদের ৫৮ রান
** সতর্ক শুরু পাকিস্তানের
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** ‘বাংলাওয়াশ’ করতে ফিল্ডিংয়ে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।