ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

রেকর্ড টি-২০ ম্যাচ খেললেন অ্যালবি মরকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, এপ্রিল ১১, ২০১৫
রেকর্ড টি-২০ ম্যাচ খেললেন অ্যালবি মরকেল ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অপরাজিত ৭৩ রান করেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যালবি মরকেল। তবে শেষ বলে চার হাঁ‍কালেও দিল্লি ডেয়ারডেভিলসকে এক রানে হারতে হয়।



এদিকে ম্যাচটি জিততে না পারলেও টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মরকেল।

আন্তর্জাতিক টি-২০ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট খেলা মরকেল এখন পর্যন্ত ২৬৮ ম্যাচ খেলে ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কিরন পোলর্ডকে। দু’জনেই সমান ম্যাচ খেলে সবার ওপরে আছেন।

২০০৪ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া মরকেল ভারত ছাড়াও, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও অন্যান্য দেশে খেলেছেন। ৩৩ বছরের এ তারকা এবার দিল্লীর হয়ে খেললেও এর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন।

সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলার এ তালিকায় মরকেল ও পোলার্ডের পরে শীর্ষ পাঁচে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (২৪৩), নেদারল্যান্ডসের রায়ান টেন ডয়েসকাটে (২৪০) ও আরেক অজি ব্র্যাড হজ (২৩৩)।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।