ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

ম্যাককালামের মারকুটে সেঞ্চুরিতে চেন্নাইয়ের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, এপ্রিল ১১, ২০১৫
ম্যাককালামের মারকুটে সেঞ্চুরিতে চেন্নাইয়ের বড় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো সেঞ্চুরিতে সানরাইজার্স হায়াদ্রাবাদকে ৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করা চেন্নাই নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ২০৯ রান করলে পরে ব্যাট করা হায়দ্রাবাদ ছয় উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে সমর্থ হয়।



জয়ের লক্ষে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডেভিড ওয়ার্নার বাহিনী। তবে অধিনায়ক ওয়ার্নার দলীয় সর্বোচ্চ ৫৩ রান করলেও চেন্নাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি দুর এগোতে পারেনি হায়দ্রাবাদ। চেন্নাইয়ের ডোয়েন ব্রাভো ও মোহিত শর্মা নেন দুটি করে উইকেট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটিংয়েই ৭৫ রানের পার্টনারশীপ গড়েন ম্যাককালাম ও ডোয়েন স্মিথ। তবে স্মিথ ব্যক্তিগত ২৭ রানে রানআউট হলেও ঝড়ো গতিতে ব্যাট চালাতে থাকে নিউজিল্যান্ডের অধিনায়ক।

তিনি ৫৬ বলে নয়টি বিশাল ছক্কা ও সাতটি চারে ১০০ রান করে অপরাজিত থাকেন। আর শেষ দিকে চারটি ছয় সমান চার মেরে মাত্র ২৯ বলে ৫৩ রান করেন চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। এরই সুবাদে দু’শ রানের কোটা পেরোয় দলটি।

ম্যাচ সেরা শতক হাঁকানো ম্যাককালাম।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।